পেট্রোরসায়ন শিল্পকে শিল্পদানব বলে কেন?
পেট্রোরসায়ন শিল্প থেকে প্রস্তুত উপকরণ প্রায় প্রতিটি শিল্পে ব্যবহৃত হয়। তাই এই শিল্পজাত দ্রব্যগুলিকে ভিত্তি করে আরও অন্যান্য শিল্পের বিকাশ ঘটেছে। পেট্রো- রাসায়নিক শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন শিল্প বিকশিত হয় বলে এই শিল্পকে শিল্প দানব বলা হয়।
Category :
পেট্রো রসায়ন